করোনায় আক্রান্ত নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী আরডার্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৪ মে) তার দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনার উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় তিনি পরীক্ষা করান। এতে করোনা পজিটিভ আসে। শনিবার সকালে আবারও পরীক্ষা করা হলে সেখানেও পজিটিভ আসে।
গত সপ্তাহে তার সঙ্গীর করোনা শনাক্ত হয়। এ কারণে গত শনিবার থেকে তিনি আইসোলেশনে ছিলেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২১ মে পর্যন্ত আইসোলেশনে থাকবেন জাসিন্ডা আরডার্ন। এ কারণে পার্লামেন্টে সোমবার ও বৃহস্পতিবারের দু’টি গুরুত্বপূর্ণ সেশনে উপস্থিত থাকতে পারবেন না তিনি।
আগামী সোমবার কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সরকারের নেওয়া পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। জাসিন্ডা আরডার্ন অনুপস্থিতিতে নিউ জিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন সেই দায়িত্ব পালন করবেন।
Related News

বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শাম্মি আক্তার
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কারো রক্তচক্ষুকে ভয়Read More

থাইল্যান্ডে পালিয়েছে মায়ানমারের শত শত সেনা ও বেসামরিক নাগরিক
মায়ানমারের একটি সামরিক ঘাঁটিতে জাতিগত যোদ্ধাদের হামলার পর শনিবার ৫৫০ জনেরও বেশি বেসামরিক লোক ওRead More