সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’স্লোগানকে সামনে রেখে সিলেট সদর উপজেলায় পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২। এ উপলক্ষে শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এফআইভিডিবি সূচনা প্রকল্পের সহযোগীতায় ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রচারণায় উপজেলা অফিস মিলনায়তনে এক আলোচনা সভা এবং পরবর্তী র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরি হক এর সভাপতিত্বে ও উপজেলা মেডিকেল অফিসার ডা. নুসরাত আরিফিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আহমেদ সিরাজেম মুনির।
তিনি ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, সমাজসেবা অফিসার নুসরাত ই এলাহি, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল তালুকদার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, উপজেলা সিনিয়র নিউট্রেশন অফিসার জোসনা আরা খানম, সাংবাদিক এম রহমান ফারুক, হাটখোলা ইউনিয়ন পরিষদের সচিব আফতাব উদ্দিন আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সচিব তপন মজুমদার, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব সেন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল খালেক প্রমুখ।
সভার বক্তরা বলেন, পুষ্টি গুন খাবার মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিশু বয়সেই আমরা যদি তাদের সঠিক উপায়ে পুষ্টি সম্পন্ন খাদ্য দিতে পারি তাহলে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
বক্তরা বলেন, আমাদের সমাজে অনেক শিশু সময়মতো পুষ্টিকর খাবারের অভাবে নানা রোগে ভূগতে থাকে। সূতরাং পুষ্টি কর খাবার বা পুষ্টি গুন সম্পর্কে মানুষকে যত বেশি সচেতন করা যাবে তত বেশি আমরা উপকৃত হবো।
Related News
মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী ময়লা-আবর্জনা যথাস্থানে ফেলার আহবান
সিন্টু রঞ্জন চন্দ: শরৎ ও বর্ষা মৌসুমে মশার উৎপাত থাকলেও এবার হেমন্তের মাঝা-মাঝিতেই সিলেট নগরীতেRead More
সিলেট সদর উপজেলার এইচ পি ভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন মধ্যবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিলেট সদরন উপজেলার এইচ পি ভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৪ এর ক্যাম্পেইন মধ্যবর্তী পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।Read More