Main Menu

Wednesday, January 5th, 2022

 

সাহেবের বাজারে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেট সদর উপজেলার সাহেবের বাজার ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ৮ টার সময় সাহেবের বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম তারা মিয়ার সভাপতিত্বে ও সালমান আল হারুনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ও সদর উপজেলা যুবলীগ নেতা মো. ইকলাল আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি জালাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক ডাঃ জালাল আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, সাহেবেরRead More


জকিগঞ্জে বিজয়ী হলেন যারা-

সিলেটের জকিগঞ্জে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ ইউপিতে আওয়ামী লীগ, দুটিতে স্বতন্ত্র ও দুটিতে আওয়ামী লীগ বিদ্রোহী বিজয়ী হয়েছেন। তবে কাজলসার ইউপি থেকে নৌকায় সীল মারা ব্যালেটসহ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীবকে ও রির্টানিং কর্মকর্তা আরিফুল ইসলামকে গ্রেফতারের ঘটনায় কাজলসার ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। এর মধ্যে সুলতানপুর ইউপির গণিপুর ভোট কেন্দ্রে ব্যালেট পেপার ছিনতাইর ঘটনায় ঐ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, পরবর্তীতে কাজলসার ইউপিতে ও সুলতানপুর ইউপির গণিপুর ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টায় ভোট গ্রহণের পর থেকে টানটানRead More


ভোজ্যতেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি

সোয়াবিন তেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ব্যবসায়ীরা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন মূল্যবৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জানিয়ে লিটার প্রতি ৫ টাকা পর্যন্ত বাড়াতে চলতি সপ্তাহে চিঠি পাঠিয়েছে। জানতে চাইলে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বুধবার বিকেলে গণমাধ্যমকে বলেন, ‘সমিতি একটা প্রস্তাব দিয়েছে। কাল বৃহস্পতিবার আমরা এ নিয়ে আলোচনায় বসব। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন।’ আবেদনে সমিতি কী যুক্তি তুলে ধরেছে, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, ‘আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলেছে তারা। আন্তর্জাতিক বাজারে কতটুকু বেড়েছে, তা আমরা যাচাই করব।’ আবেদনে সমিতিRead More


সিলেটের নতুন ডিসি মজিবর রহমান

সিলেট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিলেটের নতুন ডিসি হিসেবে মো. মজিবর রহমানকে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।একই আদেশে সিলেটসহ দেশের আরও ১২টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। সেগুলো হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ। বর্তমানে সিলেট জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এম কাজী এমদাদুল ইসলাম। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে,Read More