কাবুলের পাসপোর্ট অফিসের সামনে বোমা বিস্ফোরণ, হামলাকারী নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের পাসপোর্ট অফিসের সামনে বোমা বিস্ফোরিত হয়েছে। বৃহস্পতিবার আফগান পাসপোর্ট বিভাগের পরিচালকের অফিসের সামনে এ বোমা বিস্ফোরিত হয়। এ সময় হামলাকারী নিহত হয়েছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আফগানিস্তানের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে কাবুল শহরের পুলিশ বিভাগ বলেছে, আফগান পাসপোর্ট বিভাগের অফিস ভবনের সামনে একটি গাড়িবোমার মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়।
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, দুর্বৃত্তদের এ হামলায় কেউ হতাহত হয়নি।
আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এক উগ্রবাদী হামলাকারী ওই আফগান পাসপোর্ট বিভাগের পরিচালকের অফিসে ঢুকতে চাইলে তাকেও গুলি করে হত্যা করা হয়েছে।
এ আফগান পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার থেকে তালেবান সদস্যদের সেবা দেয়া শুরু করেন। ওই সময় অসংখ্য তালেবান সদস্যরা এ আফগান পাসপোর্ট বিভাগের সামনে উপস্থিত ছিলেন। তাদের লক্ষ্য করেই ওই উগ্রবাদী হামলা চালানো হয়েছিল।
সূত্র : আনাদোলু এজেন্সি
Related News
মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদে নিয়োগ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণRead More
পাকিস্তানে বরযাত্রীর গাড়ি নদীতে পড়ে নববধুসহ ১৪ জন নিহত
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে নববধুসহ ১৪Read More