Main Menu

জামালগঞ্জের পাকনা বিলে দুষ্কৃতকারীদের হামলায় ১ জন গুরুতর আহতঃ থানায় অভিযোগ দায়ের

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ৩নং ফেনারবাক ইউনিয়নের বাইশার চাতল প্রকাশিত পাকনা বিলে অবৈধভাবে মাছ ধরতে আসা দুষ্কৃতকারীদের হামলায় ইজারাদার পক্ষের ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ১ জনের অবস্থা আশংকা জনক ।
গত রোববার ( ২৮ নভেম্বর) আনুমানিক সন্ধা সাড়ে ৫টায় এঘটনা ঘটেছে বলে জামালগঞ্জ থানায় পিযুজ কান্তি তালুদার বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। এজাহার সূত্রে জানা যায় প্রায় সময় অবৈধভাবে মাছ ধরতে আসা লোকজনকে মাতারগাঁও মৎসজীবি সমবায় সমিতির সদস্যরা মানা করে আসছিলেন কিন্তু তা সত্যেও কিছু অতিলোভী দাঙ্গাবাজ লোকেরা জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়।
সেদিনও তার ব্যতিক্রম হয়নি। রোববার বিকেল পাকনা বিলে নাজিমনগর গ্রামের মৃত সুন্দর আলী পুত্র আশ্বাদ উল্লাহ, আব্দুল মালেক এর পুত্র সুজাত মিয়া, নাসির উদ্দিনের পুত্র আল আমিন, আব্দুর রশিদের পুত্র ফারুক মিয়া ও ফজলু মিয়া, ফয়জুন নুর মিয়ার পুত্র কামরুল ইসলাম, রউফ মিয়ার পুত্র সাদ্দাম মিয়া, সিরাজ মিয়ার পুত্র মঞ্জু মিয়া, মেহের আলীর পুত্র নুর আহমদ, ছুরত আলীর পুত্র ময়না মিয়াগংরা মাছ ধরতে আসলে বিলের পাহাদার ও মাতারগাঁও মৎসজীবি সমবায় সমিতির সদস্যরা বাধা দিলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় । এতে গুরুতর আহত হন ছেলাইয়া গ্রামের হাজী ফজলুল হকের পুত্র আলম ।
অন্য আহতরা হলেন শান্তিপুর গ্রামের সফিক মিয়ার পুত্র রাকিব, মাও আব্দুল আইয়ুব খানের পুত্র বাকি বিল্লাহ । তাদেরকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হলেও আলমের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয় । বর্তমানে তাকে অপারেশনের পর আই সি ইউতে রাখা হয়েছে।
উক্ত ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে প্রশাসনের প্রতি বিচারের দাবী জানান ইজারাদার মাতারগাঁও মৎসজীবি সমবায় সমিতির সদস্যরা ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *