খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাথে পুষ্টি সংবেদনশীল সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

১৯ অক্টোবর সকাল ১০টায় সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের হল রুমে সূচনা প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সাথে পুষ্টি সংবেদনশীল সামাজিক সুরক্ষা বিষয়ক সতেজিকরন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।ইউনিয়ন পরিষদের সদস্যদের পুষ্টি সংবেদনশীল সামাজিক সুরক্ষা বিষয়ক সতেজিকরন প্রশিক্ষণটি পরিচালনা করেন এফআইভিডিবি সূচনা প্রকল্পের ইউনিয়ন কো অডিনেটর মোঃ মহিববুল্যাহ। তিনি সামাজিক সুরক্ষা ভাতাকি এবং সরকার কেন দরিদ্র ও হত দরিদ্রদের জন্য সুরক্ষা ভাতা প্রদানের লক্ষ্য এবং সূচনার লক্ষ্য মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার জন্য সামাজিক সুরক্ষা ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক গুলো তুলে ধরেন এবং সভায় উপস্থিত ইউনিয়নের সদস্যগনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সমাজের বিভিন্ন স্তরে পর্যায়ক্রমে সমন্বিত ভাবে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে আলোপাত করেন।সেই সাথে বর্তমান বিশ্বে মহামারি করোনা ভাইরাসের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ও হতদরিদ্র লোকজনের কাছে সামাজিক সুরক্ষার ভাতা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। এই সামাজিক নিরাপত্তা ভাতা গুলোর সূচনা প্রকল্পের উদ্দেশ্য বঞ্চনা থেকে রক্ষা করা, বঞ্চনা প্রতিরোধকরা, জীবন যাত্রার মান উন্নয়ন করা এবং সামাজিক অসমতা দূর করা গুরুত্বপূর্ন বিষয় গুলো আলোচনার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপি সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন।সভার সভাপতি খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান
মলন মিয়া বলেন, আমাদের প্রত্যেক ওয়ার্ড সদস্যদের উচিত সূচনা প্রকল্প থেকে যে সামাজিক সুরক্ষা ভাতা পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা আমাদের কাছে হস্তান্তর করেছেন তা ওয়ার্ড সদস্যগন ফটো কপি করে তালিকা করার সময় যাচাই করে তালিকায় অর্ন্তভুক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব ।প্রশিক্ষন পরবর্তী বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্য ১৭৩ জন সূচনা উপকারভোগীর সম্ভাব্য তালিকা জমা দেওয়া হয়। দুস্থ মহিলা ও শিশুদের অধিকার সরকার এবং বেসরকারী প্রতিষ্ঠান নিশ্চিত করতে চায়। প্রশিক্ষণটিতে উপস্থিত ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর জহুরা বেগম। সূচনা প্রকল্পটি ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায় সেভ দ্য চিলড্রেনের পরিচালনায় এফআইভিডিবি সিলেট জেলার সদর উপজেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।
Related News
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে মাল্টিসেক্টরাল কনসালটেশন কর্মশালা: পুষ্টি উন্নয়নে সকলের অংশগ্রহণমূলক প্রচেষ্টা অতীভ জরুরী, অতিরিক্ত সচিব, মো: আব্দুল কাইয়ূম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো: আব্দুল কাইয়ূম বলেছেন, পুষ্টি উন্নয়নে স্বাস্থ্য বিভাগের সাথেRead More

সিলেট সদর উপজেলা পুষ্টি উন্নয়ন সমন্বয় কমিটির সমাপনী সভা অনুষ্ঠিত
এফআইভিডিবি সূচনা প্রকল্পের সহযোগীতায় সিলেট সদর উপজেলা পুষ্টি উন্নয়ন সমন্বয় কমিটির সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।Read More