ভারতে করোনা সংক্রমণ নামলো ২০ হাজারের নিচে
পাঁচ দিন পর আবার ২০ হাজারের নিচে নেমেছে ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৬ জন। সোমবারের তুলনায় যা প্রায় দেড় হাজার কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ৪৮ জন। খবর আনন্দবাজার অনলাইনের।
আক্রান্ত কমলেও সোমবারের তুলনায় মঙ্গলবার দৈনিক মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ২৬০ জন।
আক্রান্ত কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে সাড়ে ১১ হাজার মতো। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৫২ হাজার ৯০২ জন।
ভারতের মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। তবে দীর্ঘদিন পর সে রাজ্যে দৈনিক আক্রান্ত ১০ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৫০ জন। এরপর রয়েছে মহারাষ্ট্র (৩ হাজার ১৬৫) এবং তামিলনাড়ু (১ হাজার ৪৬৭)। অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে দৈনিক আক্রান্ত মঙ্গলবার হঠাৎই ৫০০-র নীচে নেমেছে। তবে মিজোরাম এখনও নিয়ন্ত্রণের বাইরে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮১ জন।
Related News
মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদে নিয়োগ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণRead More
পাকিস্তানে বরযাত্রীর গাড়ি নদীতে পড়ে নববধুসহ ১৪ জন নিহত
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে নববধুসহ ১৪Read More