ভারতে করোনা সংক্রমণ নামলো ২০ হাজারের নিচে

পাঁচ দিন পর আবার ২০ হাজারের নিচে নেমেছে ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৬ জন। সোমবারের তুলনায় যা প্রায় দেড় হাজার কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ৪৮ জন। খবর আনন্দবাজার অনলাইনের।
আক্রান্ত কমলেও সোমবারের তুলনায় মঙ্গলবার দৈনিক মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ২৬০ জন।
আক্রান্ত কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে সাড়ে ১১ হাজার মতো। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৫২ হাজার ৯০২ জন।
ভারতের মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। তবে দীর্ঘদিন পর সে রাজ্যে দৈনিক আক্রান্ত ১০ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৫০ জন। এরপর রয়েছে মহারাষ্ট্র (৩ হাজার ১৬৫) এবং তামিলনাড়ু (১ হাজার ৪৬৭)। অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে দৈনিক আক্রান্ত মঙ্গলবার হঠাৎই ৫০০-র নীচে নেমেছে। তবে মিজোরাম এখনও নিয়ন্ত্রণের বাইরে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮১ জন।
Related News

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৮, শতাধিক আহত
ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ এবং বিমান হামলায় গাজায় মঙ্গলবার কমপক্ষে ৬৮ জন নিহত এবং শতাধিক আহতRead More

গাজা উপত্যকা এক ভয়াবহ মানবিক সঙ্কটের সম্মুখীন, পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন মায়েরা
পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন গাজার মায়েরা। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More