শুটিং ফ্লোরে ইমন-আইরিনের ‘কাগজ’

স্বনামধন্য একজন লেখকের ফিলোসফি এবং কীভাবে সেটির মৃত্যু হয়- সেই গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘কাগজ-দ্য পেপার’। এটি নির্মাণ করছেন জুলফিকার জাহেদী। গেল জুলাইতে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন।
অবশেষে সিনেমাটির ক্যামেরা ওপেন হলো। আজ বৃহস্পতিবার তেজগাঁওতে শুরু হলো সিনেমাটির শুটিং। এরপর রাজধানীর প্রিয়াঙ্কা হাউজে হবে আজকের কিছু দৃশ্যায়ন। প্রথম দিনেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ছবির নায়কা-নায়িকা। এমনটাই নিশ্চিত করেন ইমন।
চিত্রনায়ক ইমন বলেন, গতকাল ‘মাফিয়া’রক আজ শেষ করলাম। যদিও আমার আর মাহিয়া মাহির আরও দুইদিনের শুট বাকি রয়েছে, যা পরে করতে হবে। এরমধ্যে আজকে থেকে অংশ নিলাম ‘কাগজ’ সিনেমার শুটিংয়ে। এখন টানা কয়েকদিনএই সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত থাকবো।
এর আগে চিত্রনায়িকা আইরিন বলেছিলেন, ‘এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমা দেখেনি। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করার প্রস্তুতি নিচ্ছি। ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে।’
ইমন-আইরিন ছাড়া এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, এলিনা শাম্মী, ফারহান খান রিও, রিয়া বর্মণ, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।
নির্মাতার ভাষ্য, এই সিনেমাটি নির্মাণের মূল উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া।
Related News

কৈশোরে কখনো জিনস পরিনি, কারণ সমাজের চোখে ওটা ছিল ‘খারাপ মেয়েদের’ পোশাক: চিত্র নাইকা বাঁধন
‘আমি একসময় ছিলাম এক আদর্শ ছোট মেয়ে-মেধাবী, বিনয়ী, আর পরতাম একেবারে সমাজ যেভাবে চায়, সেভাবেই।Read More

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন
দীর্ঘ অসুস্থতার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন স্বনামধন্য লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। সোমবার রাত সাড়েRead More