Main Menu

আফগান নারী ফুটবল দল পালিয়ে আশ্রয় নিলো পাকিস্তানে

আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল দল প্রতিবেশি পাকিস্তানে পালিয়ে আশ্রয় নিয়েছে। পাকিস্তান সরকারের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার আল জাজিরা এ খবর জানায়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, ভ্রমণের বৈধ কাগজপত্র নিয়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তোর্কহাম সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন (আফগানিস্তানের নারী) খেলোয়াড়রা।

এক টুইটে ফাওয়াদ চৌধুরী বুধবার জানান, ‘আমরা আফগান নারী ফুটবল দলকে স্বাগত জানাই। তারা তোর্কহাম সীমান্ত স্থলবন্দর দিয়ে আফগানিস্তান থেকে প্রবেশ করেছে।’ তিনি জানান, পাকিস্তানে ভ্রমণের জন্য তাদের প্রয়োজনীয় কাগজের মেয়াদ রয়েছে।

কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, এটা পরিষ্কার নয় যে, আসলে ঠিক কতোজন আফগান নারী ফুটবলার পাকিস্তানে প্রবেশ করেছেন। তবে পাকিস্তান থেকে প্রকাশিত দ্য ডন অনলাইন জানিয়েছে, মানবিক দিক বিবেচনায় আফগানিস্তানের নারী ফুটবলারদের আশ্রয় দেয়া হয়েছে।

এক মাস আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। এর পর থেকে বহু আফগান নারী কাবুল ছেড়েছেন। এরমধ্যে সঙ্গীত তারকা, খেলোয়াড় ও রাজনীতিক রয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *