ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক হুইপ আছপিয়া

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া (৮৫)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রবীন রাজনীতিবিদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি সুনামগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত এক মাস ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) সকালে শারিরিক অবস্থা অবনতি হলে দুপুর ২ টায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে আছপিয়া স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুনামগঞ্জ-৪ আসন থেকে চারবার সাংসদ নির্বাচিত হওয়া ফজলুল হক আছপিয়া অষ্টম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপের দায়িত্ব পালন করেন।
Related News

যুবদল নেতা সামাদ আহমেদ সাজুর পিতার মৃত্যুতে সিলেট সদর উপজেলা যুবদলের শোক
সিলেট জেলা যুবদলের ১ম সহ কৃষি বিষয়ক সম্পাদক, সদর যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সাবেক জেলাRead More

সাইক্লোনের স্মরণসভা কবি মুকুল চৌধুরী সাহিত্য জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন, ডা. বাবুল হোসাইন
কবি মুকুল চৌধুরী সিলেটের সাহিত্য জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি ছিলেন একজন বিশ্বাসী কবি। তারRead More