লুৎফুর রহমানের স্মরণে জেলা পরিষদের ৭দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, গণ পরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী মরহুম এডভোকেট লুৎফুর রহমানের স্মরণে গত ৩ সেপ্টেম্বর থেকে ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে সিলেট জেলা পরিষদ।
সিলেট জেলা পরিষদ হিসাব রক্ষক মো. নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে- কর্মসূচী চলাকালীন সময়ে পরিষদের সকল জনপ্রতিনিধি, কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, ৬ সেপ্টেম্বর হতে ৯ সেপ্টেম্বর প্রতিদিন পবিত্র কোরআনে খতম, এতিম খানায় খাবার বিতরণ, ৯ সেপ্টেম্বর মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও মরহুমের কবর জিয়ারত।
উক্ত সকল কর্মসূচীতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।
Related News

বিএনপি নেতা মফিজ আলীর মৃত্যুতে খন্দকার মুক্তাদির ও জেলা এবং সদর বিএনপির শোক
সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সাবেক উপদেষ্টা ও সাবেক সদস্য, সদর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সহRead More

একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী শ্রীমতি সুষমা দাশ আর নেই
একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার বিকেলে সিলেটের হাওলাদার পাড়ার নিজRead More