Main Menu

সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৫

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১৭৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১২৩ জন ও হবিগঞ্জে ৫২ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৮০। এর মধ্যে সিলেট জেলার ১৯ হাজার ৩১৫ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩ হাজার ৮১৯ জন, হবিগঞ্জের বাসিন্দা ৩ হাজার ৯৪১ জন ও মৌলভীবাজারের বাসিন্দা রয়েছেন ৪ হাজার ৫৪১ জন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, করোনা সংক্রমিত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৯। এর মধ্যে ২৮৫ জনই চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৪ জন, হবিগঞ্জে ৪১ জন ও মৌলভীবাজারে ২৯ জন।

এদিকে ২৪ ঘণ্টায় আরও ১৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের ১৪৫ জন সিলেট জেলায় ও ৩৩ জন মৌলভীবাজারের বাসিন্দা।

এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৭ হাজার ৪৬০ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৭৮৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩৫০ জন, মৌলভীবাজারে ৩ হাজার ১৯০ জন ও ওসমানী হাসপাতালে ১১৯ জন।

গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তিরা সিলেট জেলার বা‌সিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৫৯৮ জন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *