করোনায় আক্রান্ত বিশিষ্ট বুদ্ধিজীবী এবনে গোলাম সামাদের অবস্থা অপরিবর্তিত
বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, লেখক ও কলামিষ্ট প্রফেসর ড. এবনে গোলাম সামাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নমুনা পরীক্ষায় গত সোমবার রাতে তার করোনা পজিটিভ এসেছে। এর আগে হৃদরোগে আক্রান্ত হলে গত রোববার বেলা সোয়া ১টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
ভর্তির পর থেকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রফেসর এবনে গোলাম সামাদের ছেলে আল ফাত্তাহ সামাদ বৃহস্পতিবার বিকেলে নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আল ফাত্তাহ সামাদ জানান, তার বাবা বর্তমানে রামেক হাসপাতালের করোনা ইউনিটের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ভর্তির পর থেকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।
এদিকে, প্রফেসর এবনে গোলাম সামাদের দ্রুত সুস্থ্যতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
Related News
জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ সম্পন্ন: আরাব যে কোন দুর্যোগকালীন সময় বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করে থাকে, ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় অ্যামেচার রেডিওRead More
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

