নতুন পরিচয়ে স্পর্শিয়া

নতুন পরিচয়ে হাজির হতে চলেছেন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। প্রথমবারের মতো উপস্থাপনা করতে যাচ্ছেন টিভি অনুষ্ঠান। আসছে ঈদে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র উপস্থাপনায় থাকছেন তিনি। এতে তার সঙ্গে উপস্থাপনায় থাকবেন চিত্রনায়ক রিয়াজ।
উপস্থাপনা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, প্রথমবার উপস্থাপনা করতে যাচ্ছি। তাও আবার ‘আনন্দ মেলা’র মতো ম্যাগাজিন অনুষ্ঠানে রিয়াজ ভাইয়ের সঙ্গে। বিষয়টি আমার জন্য অন্যরকম অনুভূতির। প্রতি ঈদেই ‘আনন্দ মেলা’- ঘিরে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে।
করোনার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত ঈদের মতো আসন্ন ঈদুল আজহায় বিটিভিতে এটি প্রচার হবে।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর ‘ফিরে দেখা’ সিনেমাটি। এতে তিনি জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে। এটি পরিচালনা করছেন চিত্রনায়িকা রোজিনা। ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও করোনা ও লকডাউনের কারণে সেটি আবার পেছানো হলো।
Related News

পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

কৈশোরে কখনো জিনস পরিনি, কারণ সমাজের চোখে ওটা ছিল ‘খারাপ মেয়েদের’ পোশাক: চিত্র নাইকা বাঁধন
‘আমি একসময় ছিলাম এক আদর্শ ছোট মেয়ে-মেধাবী, বিনয়ী, আর পরতাম একেবারে সমাজ যেভাবে চায়, সেভাবেই।Read More