করোনা সংক্রমণ রোধে ইন্দোনেশিয়ায় লকডাউন
ইন্দোনেশিয়া করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলায় শনিবার রাজধানী জাকার্তায়, জাভার প্রধান দ্বীপ জুড়ে এবং বালি দ্বীপে আংশিক লকডাউন জারি করেছে।
মুসলিম সংখ্যাগরিষ্ট দেশটিতে ভাইরাস সংক্রমণের হটস্পট রেস্টুরেন্ট, শপিং মল এবং মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। দেশটিতে শুক্রবার ২৫ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে এবং এক দিনে রেকর্ড ৫৩৯ জনের মৃত্যু হয়েছে।
ইন্দোনেশিয়ায় দৈনিক করোনার সংক্রমণ এক মাসেরও কম সময়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত দেশটিতে ২২ লাখ লোক আক্রান্ত এবং ৫৯ হাজার ৫৩৪ জনের মৃত্যু হয়েছে, কম টেস্টের কারণে এই হিসেব প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম বলে মনে করা হয়।
এই সঙ্কট ইন্দোনেশিয়ার ভঙ্গুর স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় চিকিৎসা সুবিধা দিতে হাসপাতালের বাইরে অস্থায়ী তাঁবু স্থাপন করা হয়েছে।
হাসপাতালের করিডোরে অসুস্থ লোকদের উপচে পড়া ভিড় এবং সংক্রমিত রোগীদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে, বিশ্বের কমপক্ষে ৮৫ দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার কোনো কোনো এলাকায় এই সংক্রমণ ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে।
সূত্র : বাসস
Related News
মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদে নিয়োগ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণRead More
পাকিস্তানে বরযাত্রীর গাড়ি নদীতে পড়ে নববধুসহ ১৪ জন নিহত
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে নববধুসহ ১৪Read More