লকডাউনে বিয়ের আয়োজন করায় ছাতকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস সংক্রমণের উর্ধগতির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারের মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপশ শীল এ জরিমানা করেন। এছাড়া বর ও কনে পক্ষ মুচলেকা দিয়ে ছাড়া পায়। আদালত পরিচালনায় সেনাবাহিনীর লোকজন সহায়তা করেন।
তাপশ শীল জানান, কঠোর বিধিনিষেধের মধ্যে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ পালনে সবাইকে সহযোগিতা করতে হবে।
Related News
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরওRead More
জগন্নাথপুর শিবগঞ্জ’র-বেগমপুর সড়ক সংষ্কার ১৭ বছরেও শেষ হয়নি
জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ গত ১৭ বছরেও শেষ হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারেরRead More

