এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৬৪৫ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৬৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে কোম্পানীগঞ্জ থানার বিলাজুর এলাকার ধরনি বিশ^াসের ছেলে শৈলেন বিশ^াস (৩০) ও ইসলামপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. মন্নান মিয়া (৪০)।
বৃহস্পতিবার (১৭ জুন) র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে থানার নানাবুড়া সাইট ধোপাগুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৮ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল এয়ারপোর্ট থানার নানাবুড়া সাইট ধোপাগুল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৬৪৫ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি শৈলেন বিশ^াস ও মো. মন্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।
Related News

হ্নদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম
সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীকে দেখতেRead More

সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আর্ত মানবতার বিমূর্তRead More