রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর এ্যাওয়ার্ড প্রদান

রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর উদ্যোগে ২০১৯-২০২০ সেশনের এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর মিরাবাজারস্থ মিরা গার্ডেনের কনফারেন্স হলে ভার্চুয়ালে ও শারীরিক দূরত্ব বজায় রেখে এই এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম চেয়ারম্যান পিপি মোস্তফা কামালের সভাপতিত্বে ও পিপি একে সামসুল হক দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পিপি হানিফ মোহাম্মদ। রোটারী প্রত্যয় পাঠ করেন পিপি সাহেদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রোটারী ৩২৮২ এর ২০১৯-২০২০ জেলা গভর্ণর এম আতাউর রহমান পীর।
বক্তব্য রাখেন, ২০১৯-২০২০ সভাপতিদের মধ্যে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আশরাফ আহমদ, এসিটেন্ট গভর্ণর পিপি মাহবুবুল হক চৌধুরী, ডেপুটি গভর্ণর পিপি বদরুল আলম চৌধুরী, পিপি মিজানুর রহমান, পিপি মো. সেলিম খান, পিপি নীরেশ চন্দ্র দাস, পিপি শাহ ফজলুল হক, এডিশনাল ডিআইজি মো. মুসলিম, পিপি জালাল উদ্দীন বাবলু, পিপি সামিনা ইসলাম, ডিজিএনডি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডিজিস রুহেলা খান চৌধুরী, ডিজিই আবু ফয়েজ খান চৌধুরী, ডিষ্ট্রিক্ট ফাস্ট লেডি ২০১৯-২০২০ রোটারীন ফিরোজা রহমান, পিডিজি ইঞ্জিনিয়ার এম. এ. লতিফ।
অনুষ্ঠানে ডিষ্ট্রিক্ট গভর্ণর এম আতাউর রহমান পীর ২০১৯-২০২০এর ১৬৪ টি ক্লাবের কার্যক্রমের মূল্যায়ন হিসেবে ১১৫০ টির বিভিন্ন ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান করেন। এর মধ্যে রোটারি ক্লাব গ্রেটার চট্টগ্রাম-৭০, ইসলামাবাদ-২৫, জালালাবাদ-২০, সাগরিকা-২০। বিজ্ঞপ্তি
Related News

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেলা বিএনপির সম্মাননা
“নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। তাই নির্বাচন জরুরি। মানুষের কাছে যান,Read More