Main Menu

সিলেট শিল্পকলার বর্ণিল বসন্ত উৎসব আয়োজন

বাউল গান, আবৃত্তি, নৃত্য ও সম্মেলক সংগীতের বর্ণিল পরিবেশনার মাধ্যমে সিলেট জেলা শিল্পকলা একাডেমি বরণ করলো ফাগুনকে।
ঋতুরাজ বসন্তকে বরণ উপলক্ষে আজ (১লা ফাল্গুন) বিকাল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় বসন্ত উৎসব অনুষ্ঠানের।

উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

উৎসবের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

একাডেমির প্রশিক্ষণার্থী নাফিসা তানজীন ও নাজহাত নেওয়াজ ফারিহার যৌথ সঞ্চালনায় সংগীত পরিবেশনায় ছিলেন বাউল সূর্য্যলাল দাস, গৌতম চক্রবর্ত্তী, পল্লবী দাস মৌ, অর্ণিষা দাস পর্ণা, অর্পিতা তালুকদার ও প্রিয়াংকা রাণী দাশ। পূর্ণিমা দত্ত রায়, অরুণ কান্তি তালুকদার, শিনিয়া সাহা ঝুমা ও প্রতিভা রায় কেয়ার পরিচালনায় শিল্পকলা একাডেমির সংগীত সাধারণ ও শিশু দল এবং নৃত্য সাধারণ ও শিশু দলের দলীয় পরিবেশনার পাশাপাশি উৎসবে আমন্ত্রিত সংগঠন হিসেবে অংশগ্রহণ করেন একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্ট, ছন্দনৃত্যালয়, অনির্বাণ শিল্পী গোষ্ঠী ও মৃত্তিকায় মহাকাল সিলেট।

এছাড়াও উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে শিশু ও তরুণ-তরুণীদের আল্পনার মাধ্যমে বসন্তের রঙে রাঙিয়ে দেয়া হয়।

মনোমুগ্ধকর পরিবেশনা ও বর্ণিল আয়োজনে বিমোহিত আগত সকল দর্শক।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *