বরইকান্দি সুলতানুল হুফফাজ বোর্ডের পাগড়ী প্রদান সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি মিয়া বাড়িতে হাফিজ সুলতান (রহ.) এর ৯০ তম ইসালে সাওয়াব মাহফিল ও সুলতানুল হুফফাজ বোর্ডের ৮২ পাগড়ী প্রদান সম্পন্ন হয়েছে।
শনিবার ( ১৩ ফেব্রুয়ারি) রাতে বোর্ডের সভাপতি মাওলানা জ. উ. ম আব্দুল মুনঈম মনজলালীর সভাপতিত্বে ও ব্যাংকার মাহবুবুল কাদির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রীতো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব, পেশ ইমাম ও সৌদী সরকারের স্থায়ী প্রতিনিধি হাফেজ মাওলানা সাঈদ বিন নুরুজ্জামান, মাওলানা আরজ আলী।
পাগড়ী প্রদানের পূর্বে বার্ষিক প্রতিবেদন পেশ করেন বোর্ডের সেক্রেটারী অধ্যক্ষ ফয়জুল হক চৌধুরী।
এসম উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।
হাফিজ সুলতান (রহ.) এর ৯০ তম ইসালে সাওয়াব মাহফিল ও সুলতানুল হুফফাজ বোর্ডের ৮২ তম পাগড়ী প্রদান অনুষ্ঠানে উলামায়ে কেরামগণ বলেছেন, হাফিজ সুলতান (রহ) এর উত্তরসুরীরা যুগ যুগ ধরে কুরআনে খেদমত করে যাচ্ছেন। কুরআন হাদীসের জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আল্লাহ ও রাসূল সা: এর দেখানো পথে চলতে পারলেই দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভ করা যাবে। তারা আরোও বলেন, কুরআনই হচ্ছে মানবতার একমাত্র মুক্তির সনদ। রাসূল (সা:) এর ভালবাসা পেলেই আল্লাহ রাব্বুল আল আমীনের সান্নিধ্য পাওয়া যাবে।
কোরআনে হাফেজদের মাথায় পাগড়ী প্রদান শেষে মিলাদ, মোনাজাত এবং শিরণী বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।
Related News

সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More