মিয়ানমারকে দেয়া ৪ কোটি ডলারের সহায়তা প্রত্যাহার, ইউএসএআইডির

মিয়ানমার সরকারকে দেয়া প্রতিশ্রুতির ৪ কোটি ২২ লাখ ডলারের আর্থিক সহায়তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। তবে দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় দেশটির জনগণের জন্য ৬ কোটি ৯০ লাখ ডলারের যে আর্থিক সহায়তা তা অব্যাহত থাকবে বলে জানায় ইউএসএআইডি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউএসএআইডি জানায়, মিয়ানমার সরকারের কাজে লাগত ওই অর্থ। কিন্তু সামরিক অভ্যুত্থানের পর দেশটির কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীকে সহায়তা করার বদলে দেশটির সুশীল সমাজকে সহায়তা করতে এবং তা জোরদার করতে এসব তহবিল সরিয়ে নেওয়া হবে।
গত ১ ফেব্রুয়ারি ভোরে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সেনাবাহিনী। আটক করা হয় দেশটির নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশিরভাগ এমপিকে।
Related News

বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শাম্মি আক্তার
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কারো রক্তচক্ষুকে ভয়Read More

থাইল্যান্ডে পালিয়েছে মায়ানমারের শত শত সেনা ও বেসামরিক নাগরিক
মায়ানমারের একটি সামরিক ঘাঁটিতে জাতিগত যোদ্ধাদের হামলার পর শনিবার ৫৫০ জনেরও বেশি বেসামরিক লোক ওRead More