ইরাক সফরে শীর্ষ শিয়া নেতার সাথে সাক্ষাত করবেন পোপ
ক্যাথলিক জগতের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ইরাক সফরে শীর্ষ শিয়া নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সাথে সাক্ষাত করবেন। ইরাকের জেষ্ঠ্য এক ক্যাথলিক ধর্মীয় নেতা বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির কাছে সাক্ষাতকারে এই তথ্য জানান।
আগামী মার্চে নির্ধারিত এই সফরের মাধ্যমে প্রথমবারের মতো কোনো পোপ ইরাকে আসছেন।
ইরাকের ক্যালেডিয়ান ক্যাথলিক চার্চের প্রধান লুইস সাইক জানান, কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই দু্ই ধর্মীয় নেতা ব্যক্তিগত সাক্ষাতকারে মিলিত হবেন।
সাকো বলেন, তিনি আশা করেন দুই নেতার মধ্যে বিশ্ব শান্তির জন্য মানব ভ্রাতৃত্বের দলিল স্বাক্ষর করবেন।
একই রকম একটি দলিল ২০১৯ সালে আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমদ আল-তাইয়েবের সাথে পোপ ফ্রান্সিস স্বাক্ষর করেন। এই দলিলে উগ্রপন্থার বিরুদ্ধে সর্বধর্মীয় নিন্দা জানানো হয়।
পোপ ফ্রান্সিস আগামী ৫ মার্চ থেকে ৮ মার্চ ইরাক সফর করবেন। সফরে রাজধানী বাগদাদ ও মসুলের সাথে সাথে উর শহর ভ্রমণ করবেন। উর শহরে তিন ধর্মের পবিত্র পুরুষ হিসেবে বিবেচিত ইবরাহীম আ. জন্মগ্রহণ করেন বলে কথিত আছে।
ইরাকে এক সময় ১৫ লাখ খ্রিস্টানের জনবসতি ছিল। কিন্তু দেশটিতে ধারাবাহিক সংঘাতের কারণে এই জনবসতি ক্রমেই কমে আসছে।
ইরাকে ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর গোত্রগত সংঘাতে দেশটির খ্রিস্টান সম্প্রদায় দেশ ছেড়ে পালাতে শুরু করে। ২০১৪ সালে আইএসের উত্থানের পর এই হার আরো বাড়ে।
বর্তমানে ইরাকে চার লাখ খ্রিস্টান অধিবাসী বাস করছেন।
অনেকেই প্রত্যাশা করছেন, পোপের এই সফরের মাধ্যমে বাস্তুচ্যুতি ও সরকারে প্রতিনিধিত্বহীনতাসহ দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিকূলতার বিষয় উঠে আসবে।
সূত্র : আলজাজিরা
Related News
লেবাননে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ২
ইসরাইলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে দু’জন নিহত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More
বিস্ফোরক বোঝাই ইসরাইলগামী জাহাজ আটকে দিয়েছে নামিবিয়া
বিস্ফোরক বোঝাই ইসরাইলগামী জাহাজ আটকে দিয়েছে নামিবিয়া। মঙ্গলবার রাতে জাহাজটি আটকে দেয় নামিবিয়ান পোর্টস অথরিটিRead More