কানাডায় মহামারি সংক্রান্ত প্রথম কারফিউ জারির নির্দেশ দিলেন কুইবেক প্রধানমন্ত্রী

কুইবেকের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস লিগাল্ট বুধবার কানাডায় এই প্রথম মহামারি সংক্রান্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন। কোভিড-১৯ রোগ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের লাগাম টেনে ধরতে নতুন লকডাউন পদক্ষেপের অংশ হিসেবে তিনি এমন আদেশ দেন। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে লিগাল্ট বলেন, কুইবেক প্রদেশে শনিবার থেকে নতুন এ লকডাউন এবং রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বলবৎ করা হবে।
তিনি বলেন, ‘আমরা এসব পদক্ষেপ কার্যকর করতে পুলিশকে বলে দিয়েছি।’
তিনি আরো বলেন, যারা এ আইন ভঙ্গ করবে তাদের সর্বোচ্চ ৬ হাজার কানাডীয় ডলার (৭শ’ মার্কিন ডলার) জরিমানার মুখে পড়তে হবে।
ঐতিহাসিকদের মতে, একশ’ বছর আগে ছড়িয়ে পড়া স্প্যানিশ ফ্লু’র পর থেকে কানাডায় আর এ ধরনের কারফিউ জারির নির্দেশ দেয়া হয়নি।
কুইবেকে বুধবার নতুন করে ২ হাজার ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪৭ জনের মৃত্যু ঘটেছে। এদিন, দেশব্যাপী ৭ হাজার ৫২৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ২৪ হাজারে এবং মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজারে দাঁড়ালো।
Related News

মিয়ানমারে অন্তত ১৪৪ নিহত, আহত ৭৩২ – জান্তা সরকার
ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিনRead More

ঈদের সম্ভাব্য তারিখ জানাল সুপারকো
চলছে সিয়াম সাধনার মাস রমজান। পবিত্র এই মাসের তৃতীয় দশকও শেষ হতে চলেছে। এ বছরেরRead More