নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টেও নেই বাবর আজম

নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই দলের সঙ্গে আছেন বাবর আজম। কিন্তু একটি ম্যাচও খেলা হল না পাকিস্তান অধিনায়কের। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় রোববার ভোরে ক্রাইস্টচার্চে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকেও ছিটকে পড়েছেন এই তারকা ব্যাটসম্যান।
বাবরকে না পাওয়ার বিষয়টি শনিবার নিশ্চিত করেন পাকিস্তান দলের চিকিৎসক সোহেল সেলিম। তিনি বলেছেন, বাবর আজমের চোটের উন্নতি আমরা দেখেছি, তবে সে এখনও পুরোপুরি সেরে ওঠেনি। সে আমাদের অধিনায়ক এবং দলের ব্যাটিং লাইন-আপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো ঝুঁকি নিতে চাই না আমরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান বাবর। এরপর সীমিত ওভারের সিরিজটি খেলা হয়নি তার। ছিলেন না প্রথম টেস্টেও।
জানুয়ারির শেষদিকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে বাবরকে পাওয়ার আশা করছে পাকিস্তান। সফরকারীদের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দলটি।
Related News

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস হেরেRead More