অভিনেতা আব্দুল কাদেরের দাফন সম্পন্ন

রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরকে। শনিবার বাদ মাগরিব তার দাফনকাজ সম্পন্ন হয়।
এর আগে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে কাদেরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্যদের সাথে নাট্যঙ্গনের সহকর্মীরাও উপস্থিত ছিলেন।
কাদেরের ছেলে শফিউল আজম গণমাধ্যমকে বলেন, আব্দুল কাদেরের শেষ ইচ্ছা অনুযায়ী তার মায়ের কবরেই তাকে দাফন করা হয়েছে।
বনানী কবরস্থানে নেয়ার আগে বিকেল ৩টায় আব্দুল কাদেরের লাশ রাখা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানে আয়োজন করা হয় নাট্য অভিনেতা আব্দুল কাদেরের শ্রদ্ধা অনুষ্ঠান। এতে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী।
এর আগে মিরপুর ডিওএইচএসের কেন্দ্রীয় মসজিদে কাদেরের প্রথম জানাজা সম্পন্ন হয়।
শনিবার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ গুণী অভিনেতার। দীর্ঘ দিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।
Related News

পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

কৈশোরে কখনো জিনস পরিনি, কারণ সমাজের চোখে ওটা ছিল ‘খারাপ মেয়েদের’ পোশাক: চিত্র নাইকা বাঁধন
‘আমি একসময় ছিলাম এক আদর্শ ছোট মেয়ে-মেধাবী, বিনয়ী, আর পরতাম একেবারে সমাজ যেভাবে চায়, সেভাবেই।Read More