সৌদিতে করোনার টিকা দেয়া শুরু

কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া শুরু করেছে সৌদি সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা দেয়ার কর্মসূচি শুরু করেছে বৃহস্পতিবার থেকে। ২৪ ঘণ্টায় দেড় লাখ মানুষ টিকা নেয়ার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছেন। খবর আলজাজিরার।
ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান বুধবার দেশটিতে এসে পৌঁছায়। টিকা হাতে পাওয়ার পরদিনই তা দেয়া শুরু করল সৌদি আরব।
সৌদিতে প্রথমে টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া আছেন। টিকা নেয়ার পর তিনি বলেছেন, ‘আমরা জনগণকে নিশ্চিত করছি যে, এই টিকা নিরাপদ।’’
মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তবে তারা বাহরাইনের আগেই এই টিকা পেয়ে তার প্রয়োগ শুরু করল।
গত মাসে সংযুক্ত আরব আমিরাত চীনা প্রতিষ্ঠানের উদ্ভাবিত সিনোভেক টিকাদান কর্মসূচি শুরু করে।
৩৪ মিলিয়ন জনসংখ্যার সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ।
Related News

বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী যে নারী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী নারীর স্বীকৃতি পেয়েছেন চানেল ট্যাপার। তারRead More

গাজায় নতুন করে হামলার তদন্তের দাবি ১৩ ইসরাইলি আইনজীবীর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে আবারো সামরিক অভিযান চালানো শুরু করেছে ইসরাইল। নতুন করেRead More