এমপি আবু জাহির করোনায় আক্রান্ত

হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এমপির ব্যক্তিগত সহকারি সুদীপ দাস তার ফেসবুক আইডিতে এমপি আবু জাহিরের করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। দিনরাত ঘুরেছেন অদৃশ্য এ শত্রুর মোকাবিলায় করেছেন দীর্ঘ ৮ মাস ধরে। করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের বাড়ি বাড়ি সরকারি ও নিজের সাধ্য অনুযায়ী সহায়তাও পৌঁছে দিচ্ছিলেন।
তিনি ও তার পরিবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
Related News

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬Read More

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে মঙ্গলবার (১১Read More