ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে

করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে এর মধ্যেই দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরও অনেক পরে ব্রাজিলে হানা দেয় করোনা। এখন পর্যন্ত দুই শতাধিক দেশে করোনা ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। চলতি সপ্তাহেই সংক্রমণ হয়েছে অর্ধকোটির বেশি।
প্রথম থেকেই করোনা পরিস্থিতিকে গুরুত্ব দেয়নি ব্রাজিল সরকার। দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনা নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে না পারায় বেশ সমালোচিত হয়েছেন। করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে কঠোর লকডাউন এবং কড়াকড়ি আরোপের বিরোধী ছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো।
দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ৮২ হাজার ৬৩৭। এর মধ্যে মারা গেছে এক লাখ ৫০ হাজার ১৯৮ জন। এদিকে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৯১ হাজার ৮৪০ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩৬ জনের। করোনায় সুস্থ হয়ে উঠেছে ৪৪ লাখ ৫৩ হাজার ৭২২ জন।
Related News

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৮, শতাধিক আহত
ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ এবং বিমান হামলায় গাজায় মঙ্গলবার কমপক্ষে ৬৮ জন নিহত এবং শতাধিক আহতRead More

গাজা উপত্যকা এক ভয়াবহ মানবিক সঙ্কটের সম্মুখীন, পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন মায়েরা
পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন গাজার মায়েরা। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More