সিলেটে পর্যটন আকর্ষণে ৭ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং, রাতারগুল জলাবন ও বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের জন্য মৌলিক সুবিধাদি সৃষ্টির লক্ষ্যে ৭ কোটি ২৪ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন সময় এই বরাদ্দ দেয়া হয়।
সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়।
বৈঠকে মন্ত্রণালয় জানায়, সিলেট জেলার রাতারকুল ও বিছানাকান্দিতে পর্যটক আকৃষ্ট করতে এবং তাদের প্রাথমিক সুবিধা সৃষ্টির জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিপি) মাধ্যমে জেলা প্রশাসক, সিলেটকে ৩ কোটি ২৪ লাখ ৬৭ হাজার লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন জাফলং, রাতারগুল জলাবন এবং বিছানাকান্দি পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য মৌলিক সুবিধাদি সৃষ্টির লক্ষ্যে ২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হতে জেলা প্রশাসক, সিলেটের অনুক‚লে ২ কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের উন্নয়নে ১ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। বর্তমানে এর বাস্তবায়ন কাজ চলছে।
Related News
সৎ মেয়ের বিরুদ্ধে অভিনেত্রী রূপালী গাঙ্গুলির মামলা
সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ভারতীয় অভিনেত্রী রূপালী গাঙ্গুলি। ক্ষতিপূরণ বাবদ সৎ মেয়ের কাছেRead More
খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী
কালীপুজার রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওপার বাংলার অভিনেত্রী অঙ্গনা রায়। পরিস্থিতি বেগতিকRead More