Main Menu

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করলেন রেলমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নত দেশের স্বপ্ন দেখছেন, পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে তা পূরণ হবে। আমরা শুধু স্বপ্ন দেখছি না, তা বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। পদ্মা সেতুর সড়ক ও রেলপথ বাস্তবায়নের মধ্য দিয়ে শুধু দক্ষিণাঞ্চল নয়, বাংলাদেশের সার্বিক উন্নয়নে আসবে বৈপ্লবিক পরিবর্তন। উন্মুক্ত হবে আন্তর্জাতিক বাণিজ্যের পথ।

বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেল সংযোগ প্রকল্পসহ সার্বিক কাজ পরিদর্শন শেষে রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরো বলেন, আগামী বছরের মধ্যে সেতুর সিংহভাগ কাজ শেষ হয়ে যাবে এবং ২০২২ সালের মধ্যে নিশ্চিতভাবে সড়কপথসহ চালু হবে রেলপথ। ইতোমধ্যে ভাঙ্গা থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত রেলের কাজ ৫৫ শতাংশ ও ঢাকা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ৪৬ শতাংশ শেষ হয়েছে।

তিনি আরো বলেন, ভাঙ্গা থেকে যশোর, পায়রা বন্দর ও চট্টগ্রামের সাথে রেলপথ সংযোগ করার বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আর বঙ্গবন্ধু সেতু দিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থার পথচলার পূর্ণতা লাভ করবে পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে।

এ সময় উপস্থিত ছিলেন, রেল মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা, অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, মহা পরিচালক মো: সামসুজ্জামান, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *