নেপালে পুনরায় সকল ভিসা সার্ভিস চালু
নেপালের ইমিগ্রেশন বিভাগ রোববার থেকে সকল ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। একমাস আগে এ সার্ভিস বন্ধ করে দেয়া হয়। ওই বিভাগের সিনিয়র একজন কর্মকর্তা এ খবর জানান।
একজন স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্তের পর গত ১০ আগস্ট ভিসা সার্ভিস বাতিল করে ইমিগ্রেশন বিভাগ। শনিবার এই বিভাগের তথ্য কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেন, ভিসা সার্ভিস পুনরায় চালুর কারণে নেপালে অবস্থারনত বিদেশীরাই মূলত: উপকৃত হবেন।
তিনি জানান, বিমানবন্দরে বিদেশীদের জন্যে এরাইভাল ভিসা সার্ভিসও চালু করা হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, বিদেশী পাসপোর্টধারী ১০ হাজারেরও বেশি লোক বর্তমানে নেপালে অবস্থান করছে।
বিভাগটি আরো বলছে, মহামারি পরিস্থিতির কারণে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোন ফি ও ক্ষতিপূরণ ছাড়াই তারা বিদেশীদের ভিসা সার্ভিস দেবে। কিন্তু অন্যদেরকে ১৫ ডিসেম্বর পর্যন্ত টুরিস্ট ফি দিয়ে ভিসা নবায়ন করতে হবে।
উল্লেখ্য, শনিবার পর্যন্ত নেপালে ৫৩ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত এবং মোট ৩৩৬ জন মারা গেছে।
বাসস
Related News
মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের প্রধান পদে নিয়োগ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণRead More
পাকিস্তানে বরযাত্রীর গাড়ি নদীতে পড়ে নববধুসহ ১৪ জন নিহত
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে নববধুসহ ১৪Read More