৪ টি আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম জমা
মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া জাতীয় সংসদেও ৪ টি আসনের উপ-নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া হিসেবে আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) মনোনয়ন ফরম জমা নিয়েছে বিএনপি।
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে,ঢাকা-১৮ , ঢাকা-৫, সিরাজগঞ্জ-১ এবং নওগাঁ-৬ আসনে মোট ২৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম ক্রয় করেছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৪ টি উপনির্বাচনে ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী যুবদলের মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ১০-১২ হাজার নেতাকর্মী নিয়ে ফরম জমা দিয়েছেন। সকাল সাড়ে নয়টা থেকে নাইটেঙ্গেল মোড় এলাকায় নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সকাল ১০টার মধ্যেই কাকরাইল, নাইটেঙ্গেল মোর, নয়া পল্টন এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়ন ফরম জমা নেন।
এ সময়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেরএবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় তাহলে আমি ঢাকা ১৮ আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব। আমরা এ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হিসেবে নিয়েছি। আমরা সরকারের সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো। নির্বাচনের ফলাফল নিয়ে ফিরবো।
এদিকে শনিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাকের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড এ চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবে।
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের এখনও তফসিল ঘোষণা হয়নি।
Related News
সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট জেলা শাখার আওতাধীন জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।Read More
২০১৬ সালের নির্বাচনসহ নানা ঘটনার প্রেক্ষিতে রাজনীতি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলেন হাজী সাজ্জাদ মিয়া
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সমাজসেবক আওয়ামী লীগ নেতা হাজী মো. সাজ্জাদ মিয়া ব্যক্তিগত কারণRead More

