ভারতে আক্রান্ত ছাড়াল ৩৫ লাখ

ভারতে শেষ ২৪ ঘণ্টায় ফের রেকর্ড গড়ে করোনা সংক্রমণ ছাড়াল সর্বমোট ৩৫ লাখ। এদিন আক্রান্ত হলেন ৭৮ হাজার ৭৬১ জন। যা কিনা এখন পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯৪৮ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৪ জনে। এরমধ্যে চিকিৎসাধীন আছেন ৭ লাখ ৬৫ হাজার ৩০২ জন। সুস্থ হয়ে উঠেছেন মোট ২৭ লাখ ১৩ হাজার ৯৩৪ জন। করোনার দাপটে ভারতজুড়ে মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৪৯৮ জনের।
চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয় গত ডিসেম্বর। তারপর থেকে মহামারি আকারে ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।
সর্বশেষ আমেরিকা সবচেয়ে বেশি আক্রান্ত হয় এ মহামারিতে। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ভারত রয়েছে তৃতীয় স্থানে। আক্রান্তের হারে আমেরিকা ও ব্রাজিলকে ছাড়িয়েছে ভারত। এভাবে চলতে থাকলে আক্রান্তে আমেরিকা ও ব্রাজিলকে ছাড়াতে খুব বেশিদিন সময় লাগবে না।
Related News

বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী যে নারী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী নারীর স্বীকৃতি পেয়েছেন চানেল ট্যাপার। তারRead More

গাজায় নতুন করে হামলার তদন্তের দাবি ১৩ ইসরাইলি আইনজীবীর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে আবারো সামরিক অভিযান চালানো শুরু করেছে ইসরাইল। নতুন করেRead More