সিলেটের দাড়িয়াপাড়ায় সিগারেট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলেট নগরীর দাড়িয়াপাড়ার একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে সিগারেটের আগুন থেকে এ বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
সিলেট ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা যীশু তালাকদার জানান, দাঁড়িয়াপাড়ার মেঘনা বি/২১ নম্বর নুরন্নেছা ভবনে রাত ৮টার দিকে আগুন লাগে। বাসার মালিক মোঃ গৌসুল আলম। বাসাটি ভাড়া নিয়েছে নগরীর পাঁচভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সেখানে রেস্টুরেন্টের কর্মচারীরা থাকেন।
যীশু তালাকদার বলেন, প্রাথমমিকভাবে জানা গেছে- সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই কর্মকর্তা আরও জানান, রাত ৮টা ১০ মিনিটে আমরা খবর পাই। খবর পেয়েই ফায়ারসার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ও একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছেন আগুন নেভাতে চেষ্টা চালান। পরে তাদের সঙ্গে আরও দুইটি টিম যোগ দেয়।
শেষ পর্যন্ত ফায়ারসার্ভিস কর্মীরা আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়েছেন বলে জানা গেছে।
Related News

ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবে “পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রেনেস, ফ্রান্স – ২৮ মার্চ ২০২৫ : ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিকRead More

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More