ভারত থেকে আসছে ১০টি রেল ইঞ্জিন

বাংলাদেশ রেলওয়েকে আরো আধুনিক ও যুগোপযোগী করতে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) দিচ্ছে ভারত সরকার।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে ইঞ্জিনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে ভারতের রেল বিভাগ।
দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে এ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের (রাজশাহী) জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ। এ উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম চৌধুরীর নেতৃত্বে রেল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা দর্শনা এসে পৌঁছেছেন।
দর্শনার স্টেশন ম্যানেজার মীর লিয়াকত আলী জানান, ভিডিও কনফারেরেন্সের মাধ্যমে দুই দেশের পররাষ্ট্র ও রেল মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। ইঞ্জিনগুলো হস্তান্তরের সময় ভারতের রেল বিভাগের চারজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মঞ্জুরুল আলম চৌধুরী জানান, বর্তমান সরকার রেলওয়েকে আধুনিকায়ন করতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত সরকারের ১০টি ব্রডগেজ ইঞ্জিন উপহার সেই উদ্যোগের অংশ।
সূত্র : ইউএনবি
Related News

ময়নাতদন্তের ছবি নিয়ে বেদনা প্রকাশ করেছেন কেনেডি কন্যা
রবার্ট এফ. কেনেডির মেয়ে কেরি শনিবার ট্রাম্প প্রশাসন প্রকাশিত ১৯৬৮ সালে তার বাবার হত্যার পরRead More

সিয়েরা লিওনে প্রেসিডেন্টের কার্যালয়ে আগুন
সিয়েরা লিওনের ফ্রিটাউনের মধ্যাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে শনিবার আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শী ও সরকারের সূত্রেRead More