চীনে হিমায়িত চিংড়িতে করোনাভাইরাস শনাক্ত

চীনে এবার হিমায়িত চিংড়িতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ইকুয়েডর থেকে আনা ওই চিংড়িতে করোনার উপস্থিতি পাওয়ার পর আমদানির উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে চীন।
শুক্রবার দেশটির কাস্টমসের মহাপ্রশাসকের কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, তিনটি কোম্পানির আমদানিকৃত চিংড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ছয়টিতে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তবে প্যাকেটে থাকা চিংড়িতে স্বয়ংক্রিয়ভাবেই করোনা নেগেটিভ হয়ে গেছে।
বিশ্লেষণের পর ওই তিনটি কোম্পানির কন্টেইনারের পরিবেশ ও বাইরের প্যাকেটজাত পণ্যে করোনার ঝুঁকি রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
Related News

ভারতের কাছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চেয়েছে রাশিয়া
ইউক্রেনে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা রাশিয়ার ওপর নজিরবিহীন কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এসব নিষেধাজ্ঞার ফলেRead More

বিজিবি ডিজি মিয়ানমার সীমান্তে মানবিক বিপর্যয় রোধের চেষ্টা করছে- দাবি বিজিপির
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, ‘মিয়ানমারের রাখাইন পরিস্থিতির উন্নতি হয়েছেRead More