Main Menu

শাহজালাল (র.)’র মাজারে ওরস হবেনা, ভক্তদের না আসতে পুলিশের নির্দেশ

করোনাভাইরাসের কারণে এবার সিলেটের হযরত শাহজালাল (র.)’র মাজারে ওরস হচ্ছে না। ইতিমধ্যে ওরস না হওয়ার ব্যাপারে মাজার কমিটি ঘোষণা দিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও মাজার প্রাঙ্গণে ওরসের সময়ে কাউকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, আগামি শনি ও রবিবার হযরত শাহজালাল (র.) এর ৭০১ তম ওরশের নির্ধারিত দিনক্ষণ। কিন্তু মহামারি করনাভাইরাসের কারণে ৭শ’বছরের ইতিহাসে এবারই প্রথম পালিত হচ্ছে না ওরস। ভক্ত ও আশেকানকে মাজারে জমায়েত না হওয়ার জন্য শাহজালাল (র.) মাজার কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

পাশাপাশি সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভক্তদেরকে মাজারে একত্রিত না হতেও অনুরোধ জানিয়েছে। নিজ নিজ এলাকায় অবস্থান করে ভক্তদেরকে দোয়া করার জন্য আহবান জানিয়ে বিবৃতি দিয়েছে পুলিশ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *