পুলিশের নৃশংসতা প্রতিরোধে নিউইয়র্কে নতুন আইন
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউইয়র্কে আফ্রিকান আমেরিকানদের প্রতি পুলিশের নৃশংসতা রোধে বেশ কয়েকটি নতুন আইন করা হয়েছে।
নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষিতে নিউইয়র্ক এ উদ্যোগ নিয়েছে।
ডেমোক্রেটিক গভর্ণর এন্ড্রু কওমো ১০টি আইনে আনুষ্ঠানিক স্বাক্ষর করেছেন।
এর আগে সপ্তাহের প্রথমদিকে রাজ্য পার্লামেন্টের দুটি হাউসেই আইনগুলো পাশ হয়।
এসব আইনের মধ্যে একটিতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা গলা পেঁচিয়ে ধরা নিষিদ্ধ করা হয়েছে যা এরিক গার্নারের স্মরণে নামকরণ করা হয়েছে। কৃষ্ণাঙ্গ গার্নার ২০১৪ সালে পুলিশের হাতে দমবন্ধ হয়ে মারা যান।
কওমো শুক্রবার ঘোষণা করেন, পুলিশের আধুনিকীকরনের পরিকল্পনা গ্রহণে রাজ্যের ৫শ’ পুলিশ দপ্তরের জন্যে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।
এদিকে নতুন এসব পদক্ষেপে বর্ণবৈষম্য, পুলিশের ক্ষমতার অতিরিক্ত ব্যবহার এবং কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়ার স্বচ্ছ্বতার মতো গুরুত্বপূর্ণ
বিষয়গুলো তুলে আনা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে কওমো বলেন, আগামী ২০২১ সালের এপ্রিল নাগাদ কোন
বিভাগ তাদের নতুন পরিকল্পনা গ্রহণ করতে ব্যর্থ হলে তারা তহবিল পাওয়া থেকে বঞ্চিত হবে।
Related News
লেবাননে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ২
ইসরাইলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে দু’জন নিহত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More
বিস্ফোরক বোঝাই ইসরাইলগামী জাহাজ আটকে দিয়েছে নামিবিয়া
বিস্ফোরক বোঝাই ইসরাইলগামী জাহাজ আটকে দিয়েছে নামিবিয়া। মঙ্গলবার রাতে জাহাজটি আটকে দেয় নামিবিয়ান পোর্টস অথরিটিRead More