ইস্ট লন্ডন আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা পালন
ইস্ট লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মকে কিভাবে বাংলা শিক্ষায় আগ্রহ সৃস্টি করা যায় তা নিয়ে কমিউনিটি সংগঠনগুলিকে কাজ করার উপর গুরুত্বদেন। এছাড়া সভায় ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার ও মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সদস্য আঙ্গুর আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি সিতাব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মিসিগান আওয়ামী লীগ এর সাবেক সভাপতি নুরুল আমিন মানিক, সিলেট জেলা পরিষেদের সদস্য মোহাম্মদ শাহনুর, যুক্তরাজ্য আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশকে উন্নয়নত দেশের কাতারে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এসময় বক্তারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন।
Related News

ইন্দোনেশিয়ায় হিজড়া নারীদের যেভাবে সহায়তা করছে ইসলামিক কেন্দ্র
ইন্দোনেশিয়ায় ট্রান্সজেন্ডার বা হিজড়া নারীদের জন্য যে একটিই মাত্র ইসলামিক কমিউনিটি সেন্টার আছে, তার ভবিষ্যৎRead More

তুরস্কে ভূমিকম্প : নিহতদের প্রতি সমবেদনা ও সাহায্য প্রস্তাব বিশ্ব নেতাদের
তুরস্ক ও সিরিয়া ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার সকালে আঘাত হানাRead More