ইসলাম ও কোরআন হাদিসের ভূল ব্যাখ্যার মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে নেওয়া হচ্ছে, জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, মাদক , জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন হতে হবে। এবং এ সমস্যা থেকে উত্তীর্ণ হতে হলে আমাদেরকে মনিটরিং বাড়াতে হবে। বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে কাজী ও পুরহিতদেরকে সজাগ থাকতে হবে যাতে কোন অবস্থায় বাল্যবিবাহ নামক অনাখাংখিত ঘটনা না ঘটে। মেয়েদের ১৮ ও ছেলেদের বয়স ২১ বছর বয়স না হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিভিন্ন সমস্যা দেখাদেয় যা পরবর্তীতে বিশাল ক্ষতির কারন হয়ে দাঁড়ায়।
তিনি আরো বলেন, মাদক এমন একটি ঘাতক নেশা যার কারনে শুধু একটি জীবনই ধ্বংস হয়না যুব সমাজকেও ধ্বংসের দিকে ধাবিত করে।
জেলা প্রশাসক ইসলাম ধর্ম শান্তির ধর্ম। মুসলিম জাতি একটি সুশৃঙ্খল জাতী। সে খানে জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই। ইসলাম ও কোরআন হাদিসের ভূল ব্যাখ্যা দিয়ে যারা মানুষকে ধ্বংস যজ্ঞের দিকে ধাবিত করছে তাদের হাত থেকে আমাদের যুব সমাজকে বাচাতে হবে। কারন এই কুচক্রী মহলের টার্গেট আমাদের যুব সমাজের দিকে। এক্ষেত্রে অভিভাবকদের ওপর বিশেষ দায়িত্ব রয়েছে। আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে নজর রাখতে হবে।
৪ ফেব্রুয়ারী দুপুরে সিলেট সদর উপজেলার পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ও জাপান ইটারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহযোগীতায় মাদক জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট স্থানীয় সরকার উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, জালালাবাদ থানা অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরন মিয়া, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ভাররাপ্ত চেয়ারম্যান আব্দুল জাহির।
ইমামদের পক্ষথেকে বক্তব্য রাখেন মোল্লারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল হক, নিকাহ ও তালাক রেজিস্ট্রারদের পক্ষথেকে বক্তব্য রাখেন কাজী মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, পুরহিতদের পক্ষথেকে বক্তব্য রাখেন মেদিনী মহল আখড়ার পুরহিত মাধব দাস মোহন্ত।
উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, ফতেহপুর জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম কামিল মাদরাসার মোহতামিম মাওলানা শামসুদ্দোহা, জাঙ্গাইল সফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রশিদ আহমদ প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দপুর ইসলামীয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা শাহজাহান সিরাজ, গীতা পাঠ করেন সদর উপজেলা পরিষদের সিএ-২ তাপস চন্দ্র পাল।
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More