পরিকল্পনামন্ত্রী’র সাথে সিলেট প্রেসক্লাব নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির সাথে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটি শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় মন্ত্রী সিলেট প্রেসক্লাব ও সাংবাদিকদের সহযোগিতায় সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন।
রোববার (৪ জানুয়ারি) সকালে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ড. জয়া সেনগুপ্ত ও ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন প্রমুখ।
এছাড়াও সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল সিদ্দিকী, সহ সভাপতি এম এ হান্নান ও আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী সদস্য আশকার ইবনে আামন লস্কর রাব্বী ও এম আহমদ আলী উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সিলেট প্রেসক্লাব ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।
Related News

ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি)’র দিন ব্যাপী কর্মশালায় জ্ঞানভিত্তিক ও তথ্য নির্ভর কৃষি প্রতিবেদন উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞগণ
খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য (এসজিডি) অর্জনে এবং কৃষি উদ্ভাবনকে কার্যকরভাবে ব্যবহারে প্রান্তিকRead More

বিয়ে করলেন অভিনেত্রী মৌনী
মালয়ালী রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসলেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়। পাত্র সুরজ নাম্বিয়ার। বৃহস্পতিবার সকালেRead More