বাংলার গায়েনে আলো ছড়াচ্ছে হবিগঞ্জের বাঁধন

আরটিভিতে চলছে তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’। লোকগানের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে কণ্ঠশিল্পীরা। এই শো’তে শুরু থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন হবিগঞ্জ শহরের ছেলে বাঁধন মোদক। প্রথম রাউন্ডে গান দিয়ে বিচারকদের মন জয় করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তিনি। এবার অপেক্ষা এসএমএস রাউন্ডের।
তিনি দেশবাসীর কাছে নিজের গান পৌঁছে দিতে চান বলেই বাংলা গানের এই জনপ্রিয় শো’তে অংশ নিয়েছেন জানিয়ে বলেন, আমার গানই আমার পরিচয়। এই পরিচয় আপনাদের সবার সহযোগিতায় একটা শক্ত ভিত পাবে। এসএমএস রাউন্ডে তাই সবার ভালোবাসা চাই।
জানা যায়, ‘বাংলার গায়েন সিজন-১’-এর তুমুল জনপ্রিয়তা ও সাফল্যের পর এবার শুরু হয়েছে ‘বাংলার গায়েন সিজন-২’। বেঙ্গল সিমেন্ট প্রযোজিত এই প্ল্যাটফর্মে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা শিল্পীরা নিজের গান দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত।
« আল্লাহ আমাদের বিশ্বকাপ জেতাবেন: বাবর (Previous News)
Related News

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More

সিরাজউদ্দৌলা হয়ে মানুষের হৃদয়ে গেঁথে আছেন তিনি
আনোয়ার হোসেন এদেশের সিনেমায় আজও নবাব সিরাজউদ্দৌলা হয়ে অসংখ্য মানুষের হৃদয়ে গেঁথে আছেন। খান আতাRead More