আগস্টে চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

আগস্ট মাসে চীন ও রাশিয়া একটি যৌথ সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে। আগস্ট মাসের শুরুর দিকে এ যৌথ সামরিক মহড়া আয়োজন করা হবে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাক।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, এ সামরিক মহড়া আয়োজনে চীন ও রাশিয়া দ্রুততার সাথে ১০হাজার সেনা প্রেরণ করবে। বিভিন্ন প্রকারের যুদ্ধবিমান, কামান, আর্মাড ভেইকল এ মহড়ায় অংশ নিবে। এ মহড়ায় যৌথভাবে শত্রুকবলিত এলাকা পরিদর্শন, পূর্ব সতর্কীকরণ, ইলেকট্রনিক তথ্যযুদ্ধ ও যৌথ আক্রমণের সক্ষমতা দেখা হবে।
দ্যা জাপাড বা মিথষ্ক্রিয়া-২০২১ নামের এ যৌথ সামরিক মহড়া চীনের স্বায়ত্বশাসিত প্রদেশ নিংজিয়াতে অনুষ্ঠিত হবে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চীনের উত্তর-পশ্চিমের এ প্রদেশটিতে ওই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির দ্যা গ্লেবাল টাইমস পত্রিকা।
সূত্র : ইয়েনি সাফাক
Related News

থাইল্যান্ডে পালিয়েছে মায়ানমারের শত শত সেনা ও বেসামরিক নাগরিক
মায়ানমারের একটি সামরিক ঘাঁটিতে জাতিগত যোদ্ধাদের হামলার পর শনিবার ৫৫০ জনেরও বেশি বেসামরিক লোক ওRead More

হোয়াইট হাউসের নৈশভোজে নেতানিয়াহুকে গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের চাপ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে ইসরাইলকে চাপ দিতে সোমবার হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরRead More