ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গে হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীত বিদ্যালয়, গণগ্রন্থাগার সহ দেশের বিভিন্ন স্থানে উগ্র- সাম্প্রদায়িক গোষ্ঠী হেফাজতে ইসলামের হামলা-লুটপাট-অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার (৩১মার্চ) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক এর সভাপতিত্বে ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহবায়ক নাজিকুল ইসলাম রানার পরিচালনায় সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কবি ও গবেষক এ কে শেরাম, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, উদীচী সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক রতন দেব, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেট জেলার সমন্বয়কারি প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর আহ্বায়ক সঞ্জয় শর্মা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার মনীষা ওয়াহিদ। এছাড়াও সংহতি জানান, কবি ও লেখক আবিদ ফয়সল, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, উদীচী সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক ডাঃ অভিজিৎ দাশ, যুব ইউনিয়ন সিলেট জেলার সন্দীপ দেব, চারণ সিলেট জেলার আরিফুর রহমান, ঊষা’র পরিচালক নিগাত সাদিয়া, কবি মেঘদাদ মেঘ, গানের দল ভাবুক এর সাজ্জাদ হাসাইন, পল্লবী দাস, সাংস্কৃতিক ইউনিয়নের প্রদ্যুত, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শফিকুল ইসলাম কাজল প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনকালে স্বাধীনতা বিরোধী উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠী হেফাজতে ইসলামের আস্ফালন কোনভাবেই মেনে নেয়া যায় না। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যারা বিভিন্নস্থানে পরিকল্পিত হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করে জনগণের জানমালের ক্ষতি সাধন করেছে তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে দেশে সাম্প্রদায়িক রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে যাতে সাম্প্রদায়িক শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে না পারে এবং স্বাধীনতার চেতনার বিপরীতে নয় বরং মুক্তিযুদ্ধের মূল চেতনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে সরকারকে জোর দাবি জানানো হয়।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

