বুধবার সিলেটে করোনা ভ্যাকসিন নিয়েছেন ১২ হাজার ৭২৫ জন

সিলেটসহ সারা দেশে চলমান করোনাভাইরাস টিকাদান কার্যক্রমে প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশ পুরুষ ও এক-তৃতীয়াংশ নারী। টিকাগ্রহণের পর এ পর্যন্ত ৫১০ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।
এদিকে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন নারী-পুরুষ টিকা নিয়েছেন। আর ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ভ্যাকসিন নিয়েছেন মোট ১ লাখ ১৮ হাজার ৩৬১ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
জানা গেছে, বুধবার পর্যন্ত সিলেটসহ সারা দেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটসহ সারা দেশে টিকাগ্রহণ করেছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন ও নারী ৮১ হাজার ৫৫২ জন।
Related News

জালালাবাদ রোটারি ক্লাবের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গলবার (১লা জুলাই) থেকে রোটারী ক্লাব অব জালালাবাদ-এর বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিরRead More

স্কুল শিক্ষিকা রাখি দেবের ভাগ্যে টয়োটা কার, করিম উল্লাহ মার্কেট ঈদ উৎসব র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেটের বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেট ঈদ উৎসব র্যাফেল ড্র’ ২০২৫ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।Read More