Main Menu

বুধবার সিলেটে করোনা ভ্যাকসিন নিয়েছেন ১২ হাজার ৭২৫ জন

সিলেটসহ সারা দেশে চলমান করোনাভাইরাস টিকাদান কার্যক্রমে প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশ পুরুষ ও এক-তৃতীয়াংশ নারী। টিকাগ্রহণের পর এ পর্যন্ত ৫১০ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।

এদিকে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন নারী-পুরুষ টিকা নিয়েছেন। আর ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ভ্যাকসিন নিয়েছেন মোট ১ লাখ ১৮ হাজার ৩৬১ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

জানা গেছে, বুধবার পর্যন্ত সিলেটসহ সারা দেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটসহ সারা দেশে টিকাগ্রহণ করেছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন ও নারী ৮১ হাজার ৫৫২ জন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *