Main Menu

‘মেয়রকে দেয়া আল্টিমেটামের সঙ্গে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্পর্ক নেই’

সিলেট নগরীর ‍কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা এলাকায় রিকশা চলাচলে নিষেধাজ্ঞা ইস্যুতে সিলেট সিটি কর্পোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ২০২১) বিকেলে নগরভবনে মতবিনিময়ে অংশ নেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদসহ বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

‍মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধ করায় সাময়িক ব্যবসায়ীদের ক্ষতি হলেও সিলেটকে যানজটমুক্ত একটি আধুনিক স্মার্ট নগর প্রতিষ্ঠায় সিসিকের যৌক্তিক সকল সিদ্ধান্তে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ সহযোগিতা করবে।

সভায় এই সড়কে রিকশা চলাচলের দাবিতে যারা প্রতিবাদী কর্মসূচী ও সিসিকে আল্টিমেটাম দিয়েছেন তাদের সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ সহ বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির কোন সংশ্লিষ্টতা নেই বলেও জানান তারা।

কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুন্ন রেখে ক্রেতারা যাতে আরো নির্বিঘ্নে জিন্দাবাজার ও আশপাশ এলাকায় কেনাকাটা করতে পারেন সেজন্যই এই সড়কে রিকশা চলাচর বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, এই সড়কের দুপাশের ফুটপাত থেকে হকারদের সরিয়ে নেয়ায় ফুটপাতে নির্বিঘ্নে হাটতে পারছেন চলাচলকারীরা। একইভাবে কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশার চলাচল বন্ধ হওয়ায় ক্রেতা সাধারণের চলাচলও নির্বিঘ্ন হয়েছে।

সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সামাদ, ১ম সাধারণ সস্পাদক আব্দুল হাদী পাবেল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন, কাজী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রউফ, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশীদ, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওলিউর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল হক, আহমদ ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজির উদ্দিন, কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকারিয়া ইমরুল, সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজির উদ্দিন, আল মারজান শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রহিম, জালালাবাদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, নিউ শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মনোয়ার হোসেন মুন্না, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সহ সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সহির প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুক আহমদ, সিলেট মিলেনিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. ইরশাদ আলী, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ সানি আহমদ চৌধুরী, করিমউল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, সদস্য আজাদ উদ্দিন, ব্লু ওয়াটার শপিং সিটি ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক এম জি এ মুন্সি, ব্যবসায়ী নেতা সায়েল আহমদ, ব্যবসায়ী নেতা সাঈদ সিকদার, ব্যবসায়ী নেতা মো. মকসুদ মিয়া, ব্যবসায়ী নেতা মো. শিবলুর রহমান শিপু, নেহার মার্কেটের ব্যবসায়ী নেতা মো. আমজাদ আলী, ব্যবসায়ী জিহাদুল হাসান সুহেল, ব্যবসায়ী নেতা মো. আব্দুর রউফ, ব্যবসায়ী নেতা আলাউদ্দিন মাহমুদ, ব্যবসায়ী মো. তুহিন আহমদ, ব্যবসায়ী নেতা অমিত সাহা, ব্যবসায়ী নেতা মো. আলাউদ্দিন, ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন, সৈয়দ রাজন, ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন, রাসেল আহমদ, মো. আনিস প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *