সিলেটের বাদাঘাট থেকে বিপুল পরিমাণ ‘নিষিদ্ধ’ বিড়ি জব্দ

সিলেটে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার দিবাগত (১৪ জানুয়ারি) রাতে সিলেট শহরতলির বাদাঘাট থেকে এসব ‘নিষিদ্ধ’ বিড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার দিবাগত (১৪ জানুয়ারি) রাতে জালালাবাদ থানাধীন বাদাঘাট মেরিন একাডেমির সামনে কতিপয় ব্যক্তি ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ নাছিরুদ্দিন বিড়ি বিক্রয় করছিলো। খবর পেয়ে রাত দেড়টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার ফাঁড়ির একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালালে বিড়ি বিক্রিকারীরা পালিয়ে যায়।
এসময় পুলিশ মোট ৩৩ কার্টন ভারতীয় নাছিরুদ্দিন বিড়ি জব্দ করে। উদ্ধারকৃত বিড়ির বাজার মূল্য অনুমান ২ লক্ষ ৩১ হাজার টাকা বলে জানায় পুলিশ।
পরে পলাতক অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় মামলা (নং-১৫) দায়ের করা হয়।
Related News

সিলেটে দেড় বছরের জমানো মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গত এক বছর সাত মাসে বিজিবি’র হাতে আটক হওয়া প্রায়Read More

সিলেটে ট্রিপল মার্ডারে আটক আবাদকে কাল টঙ্গীতে পাঠানো হবে
সিলেট শহরতলির শাহপরান থানার মীরমহল্লায় ট্রিপল মার্ডারের অভিযোগে আটক আহবাব হোসেন আবাদকে (১৭) গাজীপুরের টঙ্গীরRead More