সিলেট-ঢাকা মহাসড়কে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪

নরসিংদীর বেলাবতে সিলেট- ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার বিকাল চারটার দিকে বেলাব উপজেলার জংগুয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ওসি আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি
Related News

আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে সমাবেশ
আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (১৬Read More

দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। রোববার (৬ এপ্রিল)Read More