Main Menu

ইরান আক্রমণের অজুহাত তৈরির চেষ্টা করছে ট্রাম্প : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বৃহস্পতিবার অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা করার জন্য অজুহাত তৈরির চেষ্টা করছে। তবে যেকোনো পরিস্থিতিতে তেহরান জোরালোভাবে নিজেকে রক্ষা করবে বলে প্রতিজ্ঞা করেন তিনি। খবর রয়টার্সের।

অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতার এক সামরিক উপদেষ্টা ট্রাম্পকে সতর্ক করে বলেন, ‘মার্কিনিদের জন্য নতুন বছরকে শোকে পরিণত করবেন না।’

ডোনাল্ট ট্রাম্পের টুইট অ্যাকাউন্ট মেনশন করে টুইটারে জারিফ বলেন, ‘যুক্তরাষ্ট্রে কোভিডের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ও তার বাহিনী আমাদের অঞ্চলে বি-৫২ উড়াতে ও রণতরীর বহর পাঠাতে বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করছে। ইরাক থেকে গোয়েন্দারা যুদ্ধের অজুহাত বানানোর চক্রান্তের ইঙ্গিত দেয়।’

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ইরানকে শক্তি দেখানোর জন্যে মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন বি-৫২ বোমারু বিমানগুলো ‍উড়িয়েছে এবং উপসাগরে একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে।

ইরাকে মার্কিন হামলায় নিহত ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকী উপলক্ষে ইরান অনুষ্ঠানের প্রস্তুতি নেয়ার পর উপসাগরে যুক্তরাষ্ট্রের এই আয়োজন।

জারিফ লিখেছেন, ‘ইরান যুদ্ধ চায় না, তবে প্রকাশ্যভাবে ও প্রত্যক্ষভাবে তার জনগণ, নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্বার্থগুলো রক্ষা করবে।’

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক উপদেষ্টা হোসেইন দেহাগান টুইটারে বলেন, ‘আমি সংবাদে দেখেছি প্রতিশোধের (সোলাইমানির হত্যার ঘটনার) ভয়ে আমেরিকানরা সজাগ রয়েছে এবং পারস্য উপসাগরের উপর দিয়ে দু’টি বি-৫২ বোমারু বিমান উড়িয়েছে।’

সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এই অঞ্চলে তাদের সমস্ত সামরিক ঘাঁটিগুলো আমাদের ক্ষেপণাস্ত্রগুলোর আওতাধীন আছে। আমি হোয়াইট হাউস থেকে উৎখাত হওয়া ব্যক্তিকে (ট্রাম্প) নতুন বছরকে আমেরিকানদের জন্য শোকে পরিণত না করার পরামর্শ দিচ্ছি।’

সূত্র : মিডলইস্ট মনিটর






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *